আব্দুর রাহিমঃ
ঢাকার দোহার উপজেলার নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ ) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরুল হক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল , দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.রকিব হাসান,বিসিভোয়া প্রচার সম্পাদক মো. ইয়াকুব আলী আকন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দাতা সদস্য মো. মহসীন হাওলাদার, প্রফেসর সালাউদ্দীন আহমেদ, রফিকুল ইসলাম, মেহেদী ফারুক সেন্টু, মেহেদী হাসান পুলক, পিয়াংকা সুলতানা, হাফিজা আক্তার, ফিরোজ আলম, রাহিমা আক্তার, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসাইন সহ সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ও মেধা পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।