নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোহার গণকল্যাণ সোসাইটির আয়োজনে উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করোনা টিকা রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস এম বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। কর্মসূচির উদ্বোধন করেন রোটারী ক্লাব অফ মগবাজার এর প্রেসিডেন্ট ও দোহার গণকল্যাণ সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব। এসময় ৫শতাধিক সেবাগ্রহীতার মাঝে ফ্রি সেবা ও ওষুধ প্রদান করা হয়।
সংগঠনের সদস্য আওলাদ হোসেন রিয়াদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রামকৃষ্ণ শাহা, মহসিন উদ্দিন আহমেদ, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, সাবেক সভাপতি আবু সাঈদ মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব দোহারি, ডা. মো. জসিম উদ্দিন, কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন খান, সিকান্দার আলী মোল্লা, মহসিন উদ্দিন খান মাসুম, আব্দুল জব্বার প্রমুখ।