নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার পৌরসভার বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এর অর্থায়নে প্রকল্পবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে দোহার পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র আলহাজ আ. রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এর ব্যবস্থাপনা পরিচালক (সাবেক সচিব) আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সভায় দোহার পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান।
পৌর সচিব নাসরিন জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।