নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বিভিন্ন মাছের পোনা ধরা ও বিক্রির অপরাধে ৯ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার সকালে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে এএসআই রুবেল মোল্লার নেতৃত্বে পদ্মানদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আটক জেলেদের কাছ ২০০ কেজি রুই,কাতল, মৃগেল, কালিবাউশ, বোয়াল, আইড় মাছের পোনামাছ জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- ফরিদপুর জেলার চরকল্যাণপুর গ্রামের মো. রমজান মোল্লা (২২) ইদ্রিস খালাসী (৫০) শেখ সজীব (২২) মান্নান ফকির(৪৪) আনোয়ার (৩৬) শাহ আলম(১৯) মো. রাকিব হোসেন(২৬) তসলিম মোল্লা(২৫) বাবু মোল্লা(২৪)।
কুতুবপুর নৌফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে ২০০ কেজি রুই কাতল, মৃগেল, কালিবাউশ, বোয়াল, আইড় মাছের রেনু পোনা ধরা ও বিক্রীর অপরাধে তাদের আটক করা হয়। মাছ রক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে পোনা মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌপুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।