নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে ওএমএস’র চাল ও আটা বিক্রি শুরু করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার জয়পাড়া, ইউসুফপুর, লটাখোলা ও দোহার ছন্দু মিয়ার বাজারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
দোহারে মোট ১৫ হাজার পরিবার এই কার্যক্রমের সুবিধা নিতে পারবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে ন্যায্য দামে পন্য কিনতে পেরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা।