নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নৌ পুলিশের অভিযানে চায়না দোয়াইর ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলার কুতুবপুর নৌ পুলিশের অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫টি চায়না দোয়াইর জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলমের নেতৃত্বে মঙ্গলবার ( ১৭ মে ) সকালে উপজেলার পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে এসব কারেন্ট জাল ও চায়না দোয়াইর জব্দ করা হয়। পরে উপজেলা মৎস কর্মকর্তার নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল ও চায়না দোয়াইরগুলো মৈনটঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
এবিষয়ে মো. শামছুল আলম বলেন, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়াইরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।