নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় কুতুবপুর নৌ পুলিশের অভিযানে ১লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১২০ কেজি ঝাটকা মাছসহ দুই জেলেকে আটক করেছে। সোমবার (৭ই মার্চ) বিকেলে দোহারের পদ্মানদী ও নদীর তীরবর্তী স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল ও ঝাটকা উদ্ধার করা হয়।
আটককৃত দুই জেলে হলো. মাদারীপুরের শিবচরের নারিকেল বাড়ি চরের মৃত জালাল শেখের ছেলে মাসুদ (৪০), ও ফরিদপুর জেলার সদরপুরের চেরাগ আলী মুন্সী কান্দীর মৃত কছির মুন্সির ছেলে ইউসুফ মুন্সী(৩৫)।
মৎস্য অফিসারের নির্দেশক্রমে অবৈধ কারেন্ট জাল গুলো মৈনটঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং ঝাটকা মাছ গুলো স্থানীয় এতিমখানায় ও অসাহদের মাঝে বিতরণ করা হয়।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম বলেন, অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বিপিএম পিপিএম ও ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম স্যারের নেতৃত্বে আমাদের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দোহারে পদ্মানদীর বিভিন্ন জায়গায় অভিযানে কারেন্ট জাল ও ঝাটকা সহ তাদের আটক করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। মৎস্য আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।