স্টাফ রিপোর্টারঃ আগামী ২ নভেম্বর ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চলমান নির্বাচনে রাইপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার ব্যাখা চেয়ে নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
রোববার (১৬ অক্টোবর) তারিখে উল্লেখিত চিঠিটি প্রেরণ করা হয়েছে। যা আগামীকাল বিকাল ৩টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার অনুরোধ করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত লিখিত চিঠিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চরলটাখোলা বিলেরপাড় এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করেছেন আমজাদ হোসেন। যেটি স্থানীয় অনলাইন পত্রিকা, ইউটিউব ভিডিও চ্যানেল, ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ৫ অনুসারে প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। যদি কোনো প্রার্থী এ আচরণ বিধি লঙ্ঘন করে তাহলে অনধিক ছয় (৬) মাসের জেল অথবা অনধিক দশ (১০) হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কিন্তু আমজাদ হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা সভা করায় এ চিঠি দিয়েছে নির্বাচন অফিস। সুতরাং আমজাদ হোসেনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
এবিষয়ে জানতে রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি উপজেলা নির্বাচন অফিসের দেয়া চিঠি পেয়েছি এবং তার জবাবও দিয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ৫ অনুসারে প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। এ বিষয়টি আমার জানা ছিলো না। এখন জানতে পেরেছি এখন থেকে আমার দ্বারা কোনো প্রকার আচরণ বিধি লঙ্ঘন হবে না বলে জানান তিনি।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম চিঠি প্রদানের সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে চিঠি তার কাছে পাঠানো হয়েছে এবং তিনি জবাব ও দিয়েছে।