নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের সেবা করতে চান নারিশা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের হেলিকপ্টার প্রতীকের প্রার্থী হোসনে আরা।
হোসনে আরা সমর্থকরা জানান, নারিশা ইউনিয়নে মাঠে-ময়দানে কাজ করে আসছেন। এলাকার নানা পেশার মানুষের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, করোনার এই মহাদুর্যোগেও হোসনে আরা শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। এমনকি তিনি অসহায় মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই যাই, তাকে পাশে পাই। নারিশা ইউনিয়ন নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে হোসনে আরা’কে নারিশা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার হিসেবে দেখতে চাই।
সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরিবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের পদপ্রার্থী হোসনে আরা বলেন, আমি ইউনিয়নবাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণে ও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি। আগামী ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশা’আল্লাহ।