নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ‘ব্যাচ ৯২’ এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে নারিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকলের পক্ষ থেকে ফুল দিয়ে আলমগীর হোসেনকে বরণ করে নেন আগতরা।
আগামীতে সরকারের উন্নয়ন কাজে ও মানুষের কল্যাণে আলমগীর হোসেনকে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।
ডা. কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পংকজ ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ববিদ ড.কবিরুল বাসার, স্যামস৯২ এর সভাপতি শহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, মতিন চোকদার,আরমানুর রহমান রিপন ভূঁইয়া, এ্ড. জেসমিন হক,শরিফ পারভিন আক্তার, জাপান প্রবাসী মো. হেলাল উদ্দিন,মো.মনির হোসেন প্রমুখ।