নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে রোকসানা বেগম (৬৫) এবং করোনা উপসর্গ নিয়ে রানী বর্মন (৬০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকাবস্থায় তারা মারা যান। মৃত রানী বর্মন দোহার উপজেলার অরঙ্গবাদ গ্রামের বাসিন্দা এবং রোকসানা একই উপজেলার লটাখোলা গ্রামের বাসিন্দা
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সোমবার জানান, রানী বর্মন করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে একদিন পর তিনি মারা যান। তাই তার করোনা পরীক্ষার করানো সম্ভব হয়নি। এছাড়া রোকসানা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির দুই দিন পর মারা যান।