নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার লটাখোলা বেদে পল্লীতে লটাখোলা ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সিয়াম হোসেন (৩২) নামে এক যুবক সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। শুক্রবার (০৮ অক্টোবর) রাত ৮.০০ ঘটিকায় লটাখোলা নতুন বাজারে তার উপর অর্তকিত হামলা করে দুর্বৃত্তরা । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । ভিকটিমের মাথার গুরুতর যখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ।
এই ঘটনায় ভিকটিমের পরিবার জানান , সিয়াম আশঙ্খাজনক রয়েছে । তার মাথায় গুরুতর জখমের ফলে রক্তক্ষরণ এবং তার মাথায় সেলাই করা হয়েছে । পরিবারেরর পক্ষ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা । এই বিষয়ে সিয়ামের পরিবার বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ সৌরভ, লোকমান ও রায়হান হোসেনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় । সৌরভ নতুন বাজার ব্রীজের নীচে গেলে তাকে রায়হান ও লোকমান মারধর করে । সৌরভের আত্মচিৎকার শুনে স্থানীয়সহ সিয়াম হোসেন এগিয়ে আসেন । পরে তাদের মোটরসাইকেল রেখে ঘটনাস্থল ত্যাগ করেন রায়হান ও লোকমান। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করেন । পরে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যান ।
পরে স্থানীয়রা তাদেরকে বিষয়টি সমাধান করেন। পরবর্তীতে সুজনসহ তার সহযোগিদের নিয়ে সিয়ামেরউপর অতর্কিত হামলা চালায় ।
মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক মাসুম লাভলু জানান, দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে ।