নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর ২০২২ খ্রি.। নির্বাচন কমিশনের তথ্যমতে দোহার উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুরসহ তিনটি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ০৬ অক্টোবর, মনোনয়ন বাছাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও ভোট গ্রহণ ২ নভেম্বর ২০২২ খ্রি.।
সূত্রে জানা যায়, দীর্ঘ ২২ বছর যাবৎ উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি । এই তিনটি ইউনিয়ন পরিষদের কিছু অংশ নিয়ে ২০০০ সালে গঠিত হয়েছিলো দোহার পৌরসভা। দীর্ঘদিন যাবৎ সীমানা জটিলতা এবং মামলা থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি এই তিন ইউপি’তে।
এবিষয়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিনের সীমানা জটিলতা ও মামলা থাকায় নির্বাচন হয়নি এ তিন ইউপি’তে। আমাদের দোহার-নবাবগঞ্জ উপজেলার সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র সহযোগিতা ও তার একান্ত চেষ্টায় দোহার পৌরসভার সীমানা সংকোচন করে গেজেট পাসসহ সকল মামলা নিষ্পত্তি করে গত ২৭ জুলাই পৌরসভা নির্বাচন হয়েছে। বাকি ছিলো এই তিনটি ইউনিয়ন পরিষদ। আগামী ২ নভেম্বর এই তিনটি ইউপি’তে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আনন্দিত।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ নভেম্বর দোহার উপজেলার সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে এই মর্মে আমরা তফসিল পেয়েছি। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।