নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার দোহার উপজেলায় ড্যাফোডিলস্ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়ায় অবস্থিত বিদ্যালয়ে প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। প্রতিযোগিতার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।
পরে প্রতিযোগিদের অংশগ্রহণে মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের স্কাউট এবং গার্লস গাইডের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং ক্ষুদে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
ড্যাফোডিলস্ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোয়েম আহম্মেদ মিয়া, মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোন্নাফ, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খান, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন বলেন জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সঠিক লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করে শৃঙ্খলার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে।