নিজস্ব প্রতিনিধি : টিসিবির পণ্য দামে সাশ্রয়ী, মানে অনন্য” এ শ্লোগানকে সামনে রেখে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দোহারে ভ্রাম্যমাণ ট্রাকসেল এ গ্রাহকদের ছিল উপচে পড়া ভিড়। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৬ টার দিকে দোহার উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ ট্রাকসেল থেকে টিসিবির ন্যয্য মূল্য পণ্য সংগ্রহ করেন সাধারণ ক্রেতারা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় খেতে হচ্ছে সাধারণ মানুষের। প্রয়োজনীয় পণ্য কিনতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষ। এর থিকে কিছুটা হলেও রেহাই পেতে টিসিবির পণ্য কিনতে ভিড় জমাচ্ছে বিক্রয় কেন্দ্রে। তাই ক্রেতার চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে টিসিবি’র। অনেকে আবার রাতের আধারে তারা আসছেন লোক-লজ্জার ভয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,দোহার উপজেলা এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির ন্যয্য মূল্যর পণ্য ক্রয় করছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পরার মত। পুরুষদের থেকে বেশী ভির দেখা গিয়েছে মহিলাদের।
টিসিবির পন্য বিক্রির দায়িত্বে থাকা মো. রুহুল আমিন বলেন- আমরা দোহার উপজেলা পরিষদের ভিতরে বিকাল ৪টা থেকে এই পণ্য সামগ্রী বিক্রি করছি। আজকে আমাদের টার্গেট ২০০ জনের কাছে আমাদের এই পণ্য পৌঁছে দিব। আমরা আমাদের ট্রাক থেকে জনপ্রতি মোট ৪৩০ টাকায় চিনি ১ কেজি, মশুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার, মিশরী পেঁয়াজ ৪ কেজি করে দিচ্ছি। তবে বাজারে পণ্যর দাম বেশী হওয়া আমাদের অনেক চাপ পরেছে যার ফলে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য দিতে হিমশিম খেতে হচ্ছে।