নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি, পিইডিপি-৪, সাব-কম্পোনেন্ট ২.৫ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে ঢাকা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, ঢাকা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাহারুজ্জামান, চিফ অব পার্টি ও ওএসসি ব্র্যাক মো. মাহমুদ হাছান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা পারভীন, সিনিয়র স্পেশালিস্ট কমিউনিকেশন এন্ড গ্র্যান্ট ম্যানেজমেন্ট ফারজানা সিরাজ রাহী, জেলা কর্মসূচি ব্যবস্থাপক ওএসসি বিইপি- ব্র্যাক মোছা. হাছনা বানু, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. শহীদুল্লাহ, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার ইভা আক্তারসহ আরও অনেকে।