নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জালিয়াতি মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামীরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আ. আজিজ (৫৫), বকুল সুলতানা ও মো. সোহান (৩৫)।
দোহার থানা ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখল সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত তিন আসামীসহ মোট চার জনের নামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোহার আমলী আদালতে মামলা করেন দক্ষিণ জয়পাড়া এলাকার তানজিলুর রহমান শাওন। সি, আর মামলা নং-৮৯/২০২২। ধারা-৪০৬/৪২০/৪১৯/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬। উক্ত মামলাটি দীর্ঘদিন তদন্ত করেন পিবিআই। পরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর আদালত এক জনকে অব্যাহতি দিয়ে তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে সোমবার রাতে আসামীদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি দখলসহ অন্যান্য আরো অভিযোগ রয়েছে আ. আজিজ ও সোহানের বিরুদ্ধে।
এবিষয়ে দোহার থানা এসআই আল-নূর তারেক জানান, মহামান্য আদালতের নির্দেশে আসামীদের ওইদিনই রাতে গ্রেফতার করে পরদিন মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়।