নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জাটকাসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (২ এপ্রিল) সকালে দোহারের পদ্মা নদীর বিভিন্ন অংশে নৌপুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার হরিষকুল গ্রামের মৃত চিন্তাহরণ রাজবংশীর ছেলে মদন রাজবংশী (৪৫) এবং দোহার উপজেলার রামনাথপুর গ্রামের মৃত মোছলেম বেপারীর ছেলে মো. জসিম বেপারী (৩৫)।
এসময় আটককৃতদের কাছ থেকে ১০৫ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪২,০০০ টাকা।
পরে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয় এবং আটকৃতদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, দেশের সব মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানোর লক্ষ্যে সরকার ১ এপ্রিল থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত জাটকা ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে।