নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সাপ্তাহিক নববাংলা ও জাগ্রত জনতা পরিবারের পক্ষ হতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাপ্তাহিক নববাংলা পত্রিকার প্রকাশক বিল্লাল হোসেন।
এসময় বিভিন্ন মসজিদের ইমামদের সাপ্তাহিক নববাংলা ও জাগ্রত জনতা পরিবারের পক্ষ হতে ঈদ উপহার দেয়া হয়।

সাপ্তাহিক নববাংলা ও জাগ্রত জনতার সম্পাদক আতাউর রহমান সানীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, নববাংলা ও জাগ্রত জনতা পত্রিকার সকল সাংবাদিক, কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।