নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় কুসুমহাটি ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজাহার আলীকে (৫৫) পিটিয়ে আহত করেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরকুশাই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাহার আলীর ছেলে মো. আসিফ বিষেটি নিশ্চিত করে জানান, বেশ কয়েক বছর ধরে স্থানীয় মৃত শেখ কালুর ছেলে মিলন শেখের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। আজাহার আলীকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয় মিলন গংরা।
বিরোধের জেরে সোমবার সকালে বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তার গতি রোধ করে আজাহার আলীর উপর হামলা চালায় মিলন শেখসহ স্থানীয় হিমেল খান, তারিকুল খান, শ্যামল খান মিন্টুসহ আরও বেশ কয়েকজন। এসময় তাদের হাতে থাকা লোহার রড, হকিস্টিক ও স্ট্যাম্প দিয়ে আজাহার আলীকে এলোপাথারী আঘাত করে হাত, পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত আজাহার আলীর ছেলে আসিফ। এদিকে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, ইউপি সদস্যের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এবিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।