নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধে মো. নূরুজ্জামান নামে এক ব্যক্তির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে একই এলাকার ইরশাদ আলীর ছেলে মো. লতিফ গংরা।
ভূক্তভোগী নূরুজ্জামান জানান, দীর্ঘ ২২ বছর ধরে সুতুারপাড়া এলাকায় বসবাস করছেন তিনি। হঠাৎ স্থানীয় লতিফ নামে এক ব্যক্তি তার জমি দখল করার চেষ্টা করে। বিভিন্ন সময় হুমকি প্রদান করে জমি ছেড়ে দিতে বলে। এতে রাজি না হওয়ায় গত রোববার দুপুরে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর করে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় লতিফ। ঘটনার পর নুরুজ্জামান বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৭০ ফিট ইটের গাঁথুনী দেয়া সীমানা প্রাচীর সম্পুর্ণটি ভেঙ্গে দেয়া হয়েছে। এবিষয়ে অভিযুক্ত মো. লতিফ জানান, নুরুজ্জামানদের সীমানায় আমরা জমি পাবো, তাদের বারবার বলার পরেও আমাদের জমি বুঝিয়ে দেয়নি। তাই আমরা সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা দোহার থানা এস আই শফিউল্লাহ শিকদার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জরিতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি জমি পরিমাপ করে উভয়পক্ষের সীমানা নির্ধারণ করা হবে।