নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে রাস্তার ওপর দিয়ে নেয়া অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) রাস্তায় অবৈধ ড্রেজার পাইপ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টকারীদের বিরুদ্ধে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়।
নির্বার্হী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সকাল থেকে চলা অভিযানে পদ্মানদীর নয়াবাড়ি অংশ তদারকি করে কোনো বালু কাটা ড্রেজার পাওয়া যায়নি। তবে এসব এলাকার ব্যবসায়ীদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলমান থাকবে।