নিজস্ব প্রতিবেদক : ঢাকা দোহার উপজেলা লটাখোলা বেঁদেপল্লীতে ১১ বছরের এক শিশুকে চেতনা নাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে মো. হানিফ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার লটাখোলা বেঁদেপল্লী থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মো. হানিফ ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের মুন্নু শেখের ছেলে। হানিফ উপজেলার বেঁদেপল্লী একালায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ধর্ষক হানিফ ঐ শিশু (১১) কে পানের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে তার সাথে অনৈতিক শারিরিক সম্পর্ক করে। শিশুটির জ্ঞান ফিরলে বিষয়টি জানাজানি হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । এই ঘটনায় দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেন ভিকটিমের পরিবার । মামলা নং-২০ ।
মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই নুরুল আলম জমাদ্দার জানান, এই ঘটনায় দোহার থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে । পরে আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।