নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে অভিযানে ৫০ পিস নিষিদ্ধ চায়না দোয়ারি উদ্ধার করা হয়েছে কুতুবপুর নৌ- পুলিশ।
মঙ্গলবার উপজেলার কুতুবপুর নৌ- পুলিশের একটি দল এই নিষিদ্ধ চায়না দোয়ারি উদ্ধার করা হয়। । যাহার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
কুতুবপুর নৌ -পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামছুল আলম অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে এ চায়না দোয়ারি উদ্ধার করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহারের নির্দেশক্রমে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।