নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নিখোঁজের দুইদিন পর বিপাশা (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে পদ্মা নদীর শাখা খাল জয়পাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্বার করা হয়। বিপাশা পশ্চিম লটাখোলা দেলোয়ার হোসেন ওরফে দুলাল মৃধার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বিপাশা সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। পরে তার সন্ধানে আশে-পাশের লোকজনকে জানালে বিপাশাকে তারা খোঁজ করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকালে তার ভাসমান লাশটি জয়পাড়া খাল থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় দোহার থানার এসআই লিয়াকত জানান, লাশ ময়নাতদন্ততের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ততের রির্পোট হাতে পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।