নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় লটাখোলা বিলেরপাড় এলাকায় রাতের আধারে বসতঘরের ভেতরে দুই রাউন্ড শর্টগানের গুলি ও চিরকুট দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ জুন শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চিরকুটে লেখা হয় “ছালমা ভালো করে বলছি আপস কর, তা না হলে তোকে আর তোর ছেলেকে চিরতরে মেরে ফেলবো’ দুইটা বুলেট দিয়ে গেলাম। ৪টি বুলেট ছিলো। এই মামলায় সাক্ষী দেবার লোক নাই। ইতি … তোর জম।
ভুক্তভোগী সালমা জানান, আমার স্বামী প্রবাসে থাকে। আমি বাড়িতে একা থাকি পূর্ব শত্রুতার জেরে আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমি এর বিচার চাই। স্থানীয় সন্ত্রাসী মাসুদ ও সালাম গংদের সাথে আমার কাছে চাঁদা দাবীর একটি মামলা চলমান রয়েছে। আসামীরা ঐ মামলায় ১৩ মাস কারাভোগ করে জামিনে বের হয়ে মামলা প্রত্যাহারের জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমি এখন প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ। এস আই মো. ইব্রাহিম জানান, আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে কাইকে পাওয়া যায়নি।