নিজস্ব প্রতিনিধি : ‘মুজিব বর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান’ এই প্রতিপাদ্যে ঢাকার দোহারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র আয়োজনে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার চরকুশাই এলাকায় সংস্থাটির কার্যালয়ে দোহার সিডিপির চারটি গ্রামের মোট ১৮০ জন শিশুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু শ্রমের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডমিন অফিসার আব্রাহম বালা, ইনকাম জেনারেশন অফিসার শরিফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিন আলম, সজল সরকারসহ অন্যান্য অফিস কর্মকর্তা , কমিউনিটি স্টাফ ও অভিভাবকবৃন্দ।