নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় লিটন সাধু (৫০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ লিটন সাধুকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।
মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, দোহার উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।