নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচর এলাকায় তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে নয় মাসের গর্ভবতী এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী কুলসুম (৩০) বলেন, আমার ছেলে শাওনের সাথে প্রতিবেশী মাহিনের ছেলে তুহিনের লাটিম খেলা নিয়ে ঝগড়া বাধে। আমার ননদের ছেলে এসে আমাকে জানালে আমি গিয়ে দেখি মহিন, শাহিন, সজিব তিনজনে ধরে আমার ছেলেকে মারধর করতেছে। আমি মারামারি থামাতে গেলে তারা তখন আমাকেও মারধর করে। পরে আমার পরিবার আমাকে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইয়াহিয়া খান বলেন, রোগীর অবস্থা এখন একটু ভালো। যেহেতু তার পেটে বাচ্চা সে জন্য আমরা তাকে ভর্তি রেখেছি।
দোহার থানার এএসআই মো. রিপন কাজী বলেন, এবিষয়ে দোহার থানায় ৩ জনের নামে অভিযোগ করা হয়েছে। কুলসুমের স্বামী জয়নাল (৩৫) বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।