মো. কামাল হোসেন : গত দেড় মাসে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী, জাতীর শ্রেষ্ঠ সন্তান ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছে দোহারবাসী। কেউ মারা গেছেন করোনা মহামারীতে আক্রান্ত হয়ে। কেউ বা মারা গেছেন বার্ধক্যজনিত কারণে।
গত ১ ই জুলাই দোহারের খালপাড় গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত ৯ ই জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন সুতারপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মোল্লা। গত ১৩ ই জুলাই মৃত্যুবরন করেন মানুষ গড়ার কারিগর দোহারের সুনামধন্য বিদ্যাপীঠ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চরকুশাই গ্রামের বাসিন্দা হায়াত আলি মিয়া। ২০ ই জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন সুতারপাড়া ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। গত ২৮ ই জুলাই মারা যান দোহার পৌরসভার বাসিন্দা মো. মহসিন খন্দকার। গত ৫ ই আগষ্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন মাহমুদপুর ইউনিয়নের সাবেক কমান্ডার আব্দুল খালেক পত্তন্দার। গত ১১ ই জুলাই মৃত্যুবরন করেন দোহারের নারিশা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মৃধা।
গত দেড় মাসে ৭ জন্য মুক্তিযোদ্ধাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন। মৃত্যু বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছেন দোহার উপজেলা প্রশাসন। অল্প কিছুদিনের ব্যবধানে দোহারের ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে শোকাহত হয়ে পরেছে দোহারবাসী।