নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সরকারের এনএটিপি-২ প্রকল্পের আওতায় এবং কৃষি দপ্তরের সহযোগিতায় ৫০% ভর্তুকিতে কৃষি কাজে ব্যবহৃত তিনটি পিক আপ ভ্যান কৃষক সমিতির মাঝে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব পিক আপ ভ্যান হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথীসহ আরও অনেকে।