নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ১০ লাখ ৪৭ হাজার ৬১৮ টাকা ব্যয়ে এ কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়।
দোহার উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আহসান খোকন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, উপজেলা ইউজিপিডি কর্মকর্তা উম্মে জোবাইদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. পিয়ার হোসেন, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই-আজম, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদ, উপজেলা যুবলীগ নেতা সজল হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
একইদিন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন প্রসূতি মায়েদের স্বাস্থবিধি অনুসরণ করে প্রসব ব্যবস্থা নিশ্চিতকরণে ১০ লাখ ৬৩ হাজার ৬৪১ টাকা ব্যয়ে প্রসব কক্ষ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।