নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে নারিশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহযোগিতায় জরুরি ভিত্তিতে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দরানী, ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন, ইউপি সদস্য মো. জুয়েল মোড়ল, আব্দুল আলীম, সিরাজুল ইসলাম, শেখ নূরুল ইসলাম প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দরানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় খাদ্যসামগ্রী বিতরণ করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।