নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম গতিশীল করতে দিক নির্দেশনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ) সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানবিক শিক্ষায় শিক্ষিত করে সমাজে মানুষকে বড় করে গড়ে তুলতে বাবা মায়ের পরে প্রধান ভূমিকা রাখেন শিক্ষকরা। তিনি বলেন, আজ আমার জেলা প্রশাসক হয়ে উঠার পেছনে মূল কারিগর হচ্ছে শিক্ষক। তাই শিক্ষকদের গুরুত্ব সবচেয়ে বেশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় আগামী ৩০ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাদানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হোসেন, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথীসহ উপজেলার সকল কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।