নিজস্ব প্রতিনিধি : দোহার উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক নারীর লাশ দাফন করেছে যুবলীগের ‘মানবিক টিম’।
জানা যায়, রবিবার (১ আগষ্ট) রাতে উপজেলার উত্তর জয়পাড়া সাহেববাজার এলাকার আক্কাস উদ্দিনের স্ত্রী ময়না আক্তারের (৫০) মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে নিয়ে মারা যাওয়ায় তাঁর মৃত্যুর খবরটি জানানো হয় দোহারে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে কাজ করা যুবলীগের মানবিক টিম-কে। খবর পেয়ে রাতেই মৃত ব্যক্তির বাড়িতে যায় লাশ দাফন টিমের সদস্যরা। স্বজনদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে মধ্যরাত তিনটার দিকে ওই নারীর দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা।
উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, মৃত ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় বিষয়টি স্বজনরা আমাদের জানায়। মধ্যরাতেই সেখানে গিয়ে যুবলীগের ‘মানবিক টিম’ লাশের দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন। আমরা চাই করোনার এ পরিস্থিতিতে এমন কর্মকান্ডে আমাদের সকলের ভেতরে মানবিক বোধটা জাগ্রত হোক। করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনে ভয় পেয়ে পিছিয়ে না থেকে সবাই যেন এগিয়ে আসেন।