নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার বাসিন্দা আব্দুল ওহাব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নারিশা পশ্চিমচর এলাকার মৃত বাছের মাদবরের মেঝু ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (০৭ জুলাই) সকালে তিনি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তথ্যটি নিশ্চিত করেছেন, তার ছোট ভাই মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহীম খলিল সবুজ।
তিনি জানান, আব্দুল ওহাব করোনা আক্রান্ত হবার পর নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ (বুধবার) সকালে তার হঠাৎ শ্বাস কষ্ট দেখা দিলে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বাদ জোহর জানাজা শেষে উপজেলার নারিশা কবরস্থানে আব্দুল ওহাবের দাফন সম্পন্ন করা হয়েছে।