নিজস্ব প্রদতবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন-কাফন ও সৎকারের কাজে নিয়োজিত দোহার উপজেলা যুবলীগের ‘মানবিক টিম’ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখাকে ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের নিজস্ব অর্থায়নে এ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
দোহার উপজেলা যুবলীগ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার হাতে এ উপহার তুলে দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ নাঈম। সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল উন্নত মানের পিপিই ৪০ টি, হ্যান্ড গ্লাভস ৪০ জোড়া, জেলা পরিষদের অর্থয়ানে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার দেওয়া হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘যুবলীগের ‘মানবিক টিম’ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার শাখায় যাঁরা কাজ করছেন তাঁদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো এবং পরবর্তীতে আমি আরো ২০০টি উন্নত মানের পিপিই দিবো তাদের কাজের জন্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকতা এএফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক মঞ্জু মোল্লা, আওয়ামীলীগ নেতা শেখ শাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, মোস্তফা মোল্লাসহ আরও অনেকে।
পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহতদের শাহাদাতের মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।