নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে ব্যাপক তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশের ন্যায় করোনাভাইরাসের সংক্রমণরোধে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ (নাঈম), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালসহ সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা।
সরেজমিনে, উপজেলা রোডে প্রতিদিনের সকালের তুলনায় অপেক্ষাকৃত কম যানবাহন ও কম মানুষ চলাচল করতে দেখা যায়। জরুরি পণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন খুব একটা চোখে পড়েনি।
দোহার থানা এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন রাস্তায় চলাচলকারী যানবাহন ও মানুষকে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সাত সকালে বেশিরভাগ মানুষকে রিকশা, ভ্যান ও পিকআপে উপজেলার জয়পাড়া বাজারসহ বিভিন্ন জায়গা থেকে নিত্য প্রযোজনীয় পণ্য কিনে ফিরতে দেখা যায়।
এছাড়া জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন পেশার মানুষকে পরিচয়পত্র সঙ্গে নিয়ে পথ চলতে দেখা গেছে।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। লকডাউন চলাকালে সপ্তাহব্যাপী প্রশাসনের এ কঠোরতা অব্যাহত থাকবে। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি।