নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ওয়ান ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কার্তিকপুর বাজারে খান মার্কেটের নিচ তলায় ওয়ান ব্যাংকের এই এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়। এজেন্ট ব্যাংকিং এর এই শাখার স্বত্বাধিকারী খান ট্রেডার্সের মালিক ইমরান খান ও সুজন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, দোহার পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার পাপেল মাহমুদ নিজাম, ওয়ান ব্যাংকের জয়পাড়া শাখার ম্যানেজার এস এম রাসেদুল ইসলাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ আরও অনেকে।