নিজস্ব প্রতিবেদক : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন
বুধবার রাতে উপজেলার জয়পাড়া, লটাখোলা এলাকায় ৫টি পূজামন্ডপ পরিদর্শন শেষে মো. আলমগীর হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পূজামন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে এজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ।
এসময় ফিরোজ মাহমুদ হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই নির্দেশনা মেনে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা প্রশাসন এগিয়ে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।
পূজামন্ডপে আরও উপস্থিত ছিলেন- দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালসহ আওয়ামী লীগ নেতাবৃন্দ প্রমুখ।