নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ (৪ আগস্ট) বুধবার বিকেলে উপজেলার বেগম আয়শা শপিং কমপ্লেক্সের ২য় তলায় দোহার উপজেলা ওলামালীগের পক্ষ হতে এ দোয়া মাফফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, নজরুল ইসলাম বাবুল বেশকিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপালে ভর্তি রয়েছে। আমরা সকলে তার দীর্ঘ নেক হায়াত ও দ্রুত সুস্থতা কমনা করছি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারসহ যারা করোনা মহামারীতে দোহার উপজেলা মানুষের জীবনমান উন্নয়ন ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন মহান সৃষ্টিকর্তা যেনো তাদের সর্বদা সুস্থ্য রাখেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ঢাকা জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে দোহার উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তফা, জুনাইদ আল হাসান, মো. ফরহাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।