নিজস্ব প্রতিবেদক : ঢাকার জেলার বৃহত্তর দোহারের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে দোহার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম মহিউদ্দিন, মোল্লা মোহাম্মদ বেলাল, বীর মুক্তিযোদ্ধা করম আলী, আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম খোকন, দোহার পৌর প্রশাসক আজাদ হোসেন খান, লায়ন আব্দুস সালাম চৌধুরী, কামরুজ্জামান বিশ্বাস, আনোয়ার হোসেন, রমজান হোসেন পিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, আওয়ামী লীগ নেতা কাজী সালাউদ্দিন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোশারফ দেওয়ান, আওয়ামী লীগ নেতা নূর সেলিম মন্টু, কাউসার আকন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন।