নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ ইমন শিকদার (৩৭) নামে এক যুবককে আটক করেছে দোহার থানা পুলিশ।শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিকড়া এলাকা থেকে ইয়াবাসহ ইমনকে আটক করা হয়। আটককৃত ইমন শিকদার উপজেলার নিকড়া এলাকার রহিম শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানা পুলিশের নিয়মিত মাদক নিয়ন্ত্রণের টহল চলাকালে ইমন শিকদারের গতিবিধি সন্দেহ হলে এস আই আল-নূর তারেকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ইমনের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সতত্যা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে দোহার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে।