নিজস্ব প্রতিবেদক: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় দোহারের কৃতি সন্তান আলহাজ্ব মো.শাহাদাত হোসেন সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে দোহারের জয়পাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আহমদ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি শামীম খান। অনুষ্ঠানে দোহারের কৃতি সন্তান আলহাজ্ব শাহাদাত হুসাইনসহ সকল অতিথিদের সম্মানী স্মারক প্রদান করা হয়।