নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখার নব গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাঝিরচর মাদরাসা মাঠে নব গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মো: কামাল হোসেন মাস্টার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সেক্রেটারী মোঃ সুলাইমান বেপারী।
বিলাসপুর ইউনিয়ন শাখার নব-নির্বাচিত সভাপতি হাফেজ মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সেক্রেটারী মুফতি বেলাল হুসাইনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কারী মো: ইদ্রিস আহমাদ, ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখা সভাপতি হাফেজ মোঃ মতিউর রহমান মোল্লা,ইসলামী শ্রমিক আন্দোলন দোহার থানা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদ চোকদার (মেম্বার) বিলাসপুর ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটির সদর মুফতি জিল্লুর রহমান আরেফী , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মাহমুদুল হাসান মুক্তার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখা সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুস, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখা সভাপতি মোঃ রাহাত হোসেন সহ প্রমুখ ।