মো. কামাল হোসেন : ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে জয়পাড়ার হাজেরা মেনশনের ৩য় তলার আইএবি মিলনায়তনে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য , জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিএম মাহফুজ।
ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সুলাইমান বেপারী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ সাকীর যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামি যুব আন্দোলন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।