নিজস্ব প্রতিনিধি : ইসলামি আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শুক্রবার সকালে জয়পাড়ার হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসাইন শামিম, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. শফিকুল ইসলামকে সভাপতি, মনির মাহমুদকে সহ-সভাপতি ও মো. জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।