নিজস্ব প্রতিনিধি : সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ঢাকার দোহারে প্রতিটি ইউনিয়নে কোভিড টিকা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠভাবে টিকা কার্যক্রম পরিচালনার বিষয়ে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সকল কেন্দ্র পরিদর্শন করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও নিয়মতান্ত্রিকভাবে টিকা গ্রহণের জন্য সকলকে সচেতন করেন তিনি। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান ইউএনও।
পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, করোনা প্রতিরোধে সঠিক সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে হবে। নিজের ও পরিবারকে করোনার সংক্রমণ থেকে নিরাপদে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।