নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগ্রাম ও ইতিহাসবহুল একটি রাজনৈতিক দল আওয়ামীলীগ। নানা আয়োজনে সারা দেশের ন্যায় ঢাকার দোহারে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেক কাটা হয়। কেক কাটার পর আনন্দ র্যালির মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, আজকে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দীপ্ত শপথ হচ্ছে, এখনো বঙ্গবন্ধুর যে সকল খুনিরা বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদের দেশে এনে বিচার কার্যকর করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমাছ উদ্দিন, দোহার পৌরসভার প্রশাসক আজাদ খান, বিশিষ্ট সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, ঢাকা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।