ঢাকার দোহার উপজেলায় আল-মানার ইসলামীক একাডেমি মাদরাসার নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদেরকে সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে (১৪ জানুয়ারি) নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় আল-মানার ইসলামীক একাডেমির উদ্যোগে সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আল-মানার একাডেমির পরিচালক মাওলানা ইসমাইল বিন খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষাবোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ ক্বারী নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাফেজ রুহুল আমিন দেওয়ান ,মুফতি ওবাইদুল্লাহ, হাফেজ নাছির উদ্দিন, হাফেজ মাওলানা ইয়াকুব , হাফেজ মাওলানা মুফতি নোমান বুখারী, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আসাদ , মাওলানা ইউসুফ , মাওলানা মুহাইমিন বিল্লাহ, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ জাকির হোসেন, আব্দুল জব্বার মোল্লা, শওকত হোসেন, আব্দুল মজিদ মোল্লাসহ এবং মাদরাসার শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।।
বক্তারা আল-মানার ইসলামীর একাডেমিক মাদরাসা পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, দোহারের অভিভাবকরা যদি তাদের সন্তানকে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে চাইলে আল-মানার ইসলামীক একাডেমিক মাদরাসাকে বেছে নিতে হবে। এ মাদরাসার ব্যাপক সুনাম রয়েছে।